• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শিয়াল মারা ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:৫০ পিএম
শিয়াল মারা ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে শিয়াল মারা ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) না‌মে এক বৃদ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌরশহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন।সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পেয়েছে। শিয়াল পাট গাছ ভে‌ঙে ফেল‌ছে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে পাটক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন।আজ বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান।প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

 

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পেক্ষে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’


Side banner
Link copied!