• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা


FavIcon
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১১:২৩ পিএম
ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা

ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। আজ রবিবার সকালে সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রগুলোর চারপাশে অবস্থান নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধার সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ভোটাররা।জানা যায়, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকেই পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আসতে থাকে। কয়েকটি কেন্দ্র ঘুরে এসব অভিযোগ পাওয়া যায়।হাজীপাড়া এলাকার রাকিবুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন সকাল ১০টার পর থেকে কাউকেই ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। তারা বলছে, ভোট শেষ হয়ে গেছে।ঠাকুরগাঁও সরকারি মহিলা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম বলেন, কেন্দ্রের বাইরে কী হচ্ছে, তা তার জানা নেই। তবে কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।এদিকে, সকাল সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা একটি হাতবোমা মারে। তবে তা বিস্ফোরিত হয়। এতে ভোটারদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। তবে, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ শুরু হয়।জেলার রিটানিং কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশের মোবাইল টিম কাজ করছে।

 

 


Side banner
Link copied!