
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ঘর থেকে স্ত্রী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হচ্ছেন- নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার ছেলে রাফি (১৩) ও ১০ মাস বয়সী মেয়ে নুরী।লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আপাতত লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক বলেন, ‘সারাদিন নূর মোহাম্মদের ঘর থেকে কোনো আওয়াজ না পেয়ে ঘরে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ভেতরে লাশ পড়ে আছে। বিষয়টি আমরা সাথে সাথে লামা থানাকে অবহিত করি। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে তালা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :