• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আতিউর ও বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিল দুদক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৪৮ পিএম
আতিউর ও বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিল দুদক

জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) দুদকের আইন ও প্রসিকিউশন বিভাগ এই চার্জশিট অনুমোদন দেয়।

চার্জশিটে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে ঋণ প্রদান করা হয়। তদন্তে দেখা যায়, ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে, যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকায়।

চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৬ জন।

এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছিল।


Side banner
Link copied!