• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৮:৩১ পিএম
কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬
ছবি - সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালিক আসগর স্কোয়ারে আজ সোমবার দুপরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তাচৌকির কাছে বিস্ফোরণ হয়।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মালিক আসগর স্কোয়ারে তল্লাশিচৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল। তবে তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলার লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও, এই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে বলে জানিয়েছেন খালিদ জাদরান।
ইতালীয় এনজিও পরিচালিত এক হাসপাতালের কর্মকর্তারা জানান, ১২ জন আহত রোগীর পাশাপাশি তারা দুটি মরদেহ গ্রহণ করেছে। 
কাবুলসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোয় সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে। কয়েকটির দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা।


Side banner
Link copied!