• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:৫৭ পিএম
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় বাণিজ্য আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আলোচনা শেষে আজ সোমবার (১২ মে) উভয় পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রবিবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

গ্রিয়ার বলেন, ‘আমরা এক ধরনের চুক্তিতে পৌঁছেছি, যার লক্ষ্য হচ্ছে ১ দশমিক ২ ট্রিলিয়ন বাণিজ্য ঘাটতির সমস্যার সমাধান করা।এই আলোচনা এত দ্রুত ফলপ্রসূ হওয়া বোঝায়, নিজেদের মধ্যে মূল বিরোধগুলো সম্ভবত তত বড় ছিল না যতটা ভেবেছিলাম।’

 

চীনের প্রতিনিধিদল এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, উভয় দেশ যত দ্রুত সম্ভব ‘পরামর্শ প্রক্রিয়া’র বিস্তারিত চূড়ান্ত করবে। 

চীনের অর্থনৈতিক নীতিনির্ধারক হে লিফেং আলোচনায় নেতৃত্ব দেন। কোনো চুক্তির কথা না নিশ্চিত করে তিনি বলেন, ‘আলোচনাগুলো খোলামেলা, গভীর ও গঠনমূলক ছিল।আমরা গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছি এবং যথেষ্ট অগ্রগতি হয়েছে।’

 

এদিকে, দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধের বরফ গলতে শুরু করায় বৈশ্বিক বাজারে ইতিবাচক সাড়া পড়েছে। সোমবার সকাল থেকেই এশিয়ার বাজারগুলোতে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।

উল্লেখ্য, বাণিজ্যযুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে, পরে তা বাড়িয়ে ১৪৫ শতাংশ করে।জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীন পাল্টা প্রতিক্রিয়ায় ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। 


Side banner
Link copied!