• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের আগুনে রপ্তানিকারকদের ছয় দাবি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:১৪ পিএম
শাহজালাল বিমানবন্দরের আগুনে রপ্তানিকারকদের ছয় দাবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রপ্তানিকারকরা ছয়টি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় এক বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে। পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, বিদেশি ক্রেতারা এই ঘটনায় বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রপ্তানিকারকরা যে ছয়টি দাবি উত্থাপন করেছেন:
১. ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি।
২. বিমা ছাড়া পণ্যের জন্য সরকারি বিশেষ তহবিল থেকে ক্ষতিপূরণ।
৩. ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজ আধুনিকায়ন ও সম্প্রসারণ।
৪. ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদাম।
৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন।
৬. কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও প্রযুক্তিনির্ভর করা।

আগুন ১৮ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটে লেগে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এতে বিমানবন্দর ফায়ার সেকশন ও বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ ৩৭টি ইউনিট অংশ নেন।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!