• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে তথ্যমন্ত্রীর শঙ্কা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০১:১৯ পিএম
তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে তথ্যমন্ত্রীর শঙ্কা
ছবি - সংগৃহীত

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।
ড. হাছান বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে-এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে। 
তিনি বলেন, আন্দোলনের নামে গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না। বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি, দলটিতে  একটা তালা খোলারও মানুষ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।


Side banner
Link copied!