• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:০০ পিএম
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল মিয়া জানান, তিনি সিআইডিতে কনস্টেবল হিসেবে কর্মরত। সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে যোগ দিতে মোটরসাইকেলে করে মালিবাগের সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন। রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা রাসেলের বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত সিআইডি সদস্যের হাতে আঘাত রয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


Side banner
Link copied!