চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার আঞ্জুমানারার বিরুদ্ধে মাতৃদুগ্ধ ভাতার কার্ড করাতে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার বাকরা অজি বাড়ির মাহবুবের স্ত্রী রীনা বেগম কয়েকদিন ধরে তার মেয়ের মাতৃদুগ্ধ ভাতার কার্ডের জন্য মেম্বার আঞ্জুমানারার সঙ্গে যোগাযোগ করছিলেন। গত ৫ অক্টোবর সকালে তিনি পুনরায় বিষয়টি জানাতে গেলে মেম্বার প্রথমে পাঁচ হাজার, পরে তিন হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন রীনা বেগম।
রীনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে মেম্বার তাকে জানিয়ে দেন— “টাকা না দিলে কার্ড হবে না।”
পরে বিষয়টি রীনা বেগম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে জানালে তিনি অনলাইনে আবেদন করতে পরামর্শ দেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত মেম্বার আঞ্জুমানারা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারো কাছে কোনো টাকা চাইনি। ভুল বোঝাবুঝি হতে পারে।”
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা শুধু ওই এক পরিবার নয়, আরও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও ঘটেছে। তারা প্রশাসনের দ্রুত তদন্ত দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :