চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের গোড়াধারি গ্রামের খোরশেদ পাটোয়ারী দুই দিন ধরে জেলে কার্ডের চাল পাননি। দুই কন্যার পিতা খোরশেদ বিষয়টি জানানোর সময় কান্না করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের নাম চার নং ওয়ার্ডের তালিকায় থাকা সত্ত্বেও চাল বিতরণ দায়িত্বে থাকা দুই নং ওয়ার্ডের মেম্বার কাউছার তাকে চাল দিতে অস্বীকার করেছেন। চার নং ওয়ার্ডের মেম্বার না থাকায় দায়িত্বে থাকা মোকলেস মেম্বারও চাল প্রদান করেননি।
খোরশেদ পাটোয়ারী জানান, “গত দুই দিন ধরে আমাকে চাল দেয়নি, চাইলে মেম্বাররা ধমকি দিচ্ছেন।” বিষয়টি চেয়ারম্যানসহ উভয় মেম্বারের সঙ্গে আলোচনার পরও সমাধান হয়নি।
আপনার মতামত লিখুন :