• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

মতলবে স্টেয়ারিং ভেঙ্গে জৈনপুর এক্সপ্রেস খাদে আহত ১০


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৪:০৪ পিএম
মতলবে স্টেয়ারিং ভেঙ্গে জৈনপুর এক্সপ্রেস খাদে আহত ১০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। আজ ৭ অক্টবর মঙ্গলবার সারে ১২টায় মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছেl প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ড থেকে ১৫ জন যাত্রী নিয়ে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস মতলব -গৌরীপুর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেয় ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আচমকা ওই বাসের স্টেয়ারিং ভেংগে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালের পানিতে পড়ে যায়। এ সময় মুন্সীরহাট এলাকার জরিনা বেগম, মো. রবিউল, মো. সোহরাব ও কুলসুমা আক্তারসহ বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন সেখান থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিদের বাড়ি উপজেলার মুন্সীরহাট ও চাঁদপুরের বাবুরহাট এলাকায়। আহতদের মধ্যে ৭ জনের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর থেকে বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে যান।   

 বাসের যাত্রী জরিনা বেগম বলেন, ‘বাসটি হঠাৎ উল্টাইয়া খালে পইরা গেল। কিছু বুঝনের আগেই দেহি, আমিসহ সব যাত্রীরা খালের পানিতে। এলাকার ওমর ফারুক বলেন আমি বাড়ীর ছাদে কাজ করছিলাম হটাৎ বিকট শব্দ শুনে এসে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করি । খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইউসুফ ও তার দল এবং মতলব দক্ষিণ থানার এসআই আফজাল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!