চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে জসিম উদ্দিন প্রধানসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৬৫ হাজার টাকা, ১২০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ।
আজ ৭ অক্টোবর মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার ভাঙ্গারপাড় ও তাঁতখানা গুদারাঘাট এলাকা থেকে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথভাবে অভিযানটি চালায়। পরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জসিম উদ্দিন প্রধানকে এক বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। তাঁর বাড়ি উপজেলার ভাঙ্গারপাড় এলাকায়। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। আটক বাকি দুজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ইউএনও আমজাদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে এক বছরের সাজা দেন ।
আপনার মতামত লিখুন :