• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কচুয়ায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০১:২৮ পিএম
কচুয়ায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং (উত্তর) কচুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে জন্ম নিবন্ধন, বিভিন্ন ভাতা ও ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন। একই দিন ইউপি সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, কর্মকর্তা মকবুল হোসেন নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম ব্যাহত করছেন। ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধনসহ নানা অপকর্মেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন একই পদে থাকায় তিনি পরিষদে দুর্নীতির আখড়া গড়ে তুলেছেন। তারা অভিযোগ করেন, তার প্রভাব খাটিয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অভিযোগ বিষয়ে জানতে চেয়ে, কর্মকর্তা মকবুল হোসেনের মুঠো ফোনে একাধিক বার ফোন করেও তার মতামত নেয়া সম্ভব হয়নি।

ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকা যায় না। তিনি স্বাক্ষর জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।”

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!