দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। এতে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবার (৩ নভেম্বর)ও একই দামে বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
আপনার মতামত লিখুন :