• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নাশকতার মামলা:এ্যানিসহ ২৮ বিএনপি নেতার বিচার শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৫:১৪ পিএম
নাশকতার মামলা:এ্যানিসহ ২৮ বিএনপি নেতার বিচার শুরু
ছবি - সংগৃহীত

নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৮ জনের বিচার শুরু করেছেন আদালত।
সোমবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম, হারুন উর রশীদ ও হাবিবুর।২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিন থাকা আসামিরাও আদালতে উপস্থিত হন। তবে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।


Side banner
Link copied!