• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকর্মী আইন নিয়ে ডিইউজের উদ্বেগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৯:২৭ পিএম
গণমাধ্যমকর্মী আইন নিয়ে ডিইউজের উদ্বেগ
ছবি: সংগৃহীত

সংসদে উত্থাপিত প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ।

রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

ডিইউজের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় ডিইউজে নেতারা জানান, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। এরই মধ্যে তথ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন হলে সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে আসবে।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নারীবিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন উপস্থিত ছিলেন।
এছাড়া আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক করতোয়ার ডেপুটি ইউনিট চিফ মিজানুর রহমান, বাংলাদেশ পোস্টের ইউনিট চিফ হাবিবুল্লাহ মিজান, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল, ইনসানিয়াতের ইউনিট চিফ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!