• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে সার্বভৌমত্ব সংকটে পড়বে: রিজভী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৯ পিএম
গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে সার্বভৌমত্ব সংকটে পড়বে: রিজভী

গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের স্বার্বভৌমত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন আয়োজিত গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

 রিজভী বলেন, দেশে এখনো গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি। আর সেটা করার মাধ্যম হলো নির্বাচন।

 
প্রশাসন নিয়ে জামায়াত নেতা শাহ জাহান চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তার কথার মাধ্যমে আরেকটি শেখ হাসিনা, আরেকটি ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা পুলিশ র‍্যাবকে ছাত্রলীগ যুবলীগ বানিয়েছিলেন। জামায়াত নেতার বক্তব্যে এমনই একটি ভয়াবহ ইঙ্গিত পাওয়া যায়।
 
এর আগে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভূমিদস্যুরা ঢাকা শহরের খাল-বিল ও নদী ধ্বংস করেছে। অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে, তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে। কিন্তু সেদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো নজর নেই।
 
তিনি আরও বলেন,  যারা খাল ও নদী ধ্বংস করে, সেই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয়। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে।


Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!