• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১১:৩৩ এএম
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনী সর্বাধিক ভূমিকা রাখবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া, এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!